সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন
আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ
কুষ্টিয়ার মিরপুরে পূবালী ব্যাংক লিঃ এর ১৭২তম উপশাখার ৩৮০তম এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার জিয়া সড়কস্থ মহাদেব মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পূবালী ব্যাংকে লিঃ এর উপশাখা কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা শাখার ব্যাবস্থাক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে এবং মিরপুর উপশাখার ব্যবস্থাপক ওয়াশিক রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান হাফিজুর রহমান সরদার।
এ সময়ে ঠিকাদার হাজী আনোয়ার হোসেন, ব্যবসায়ী শাহজাহান আলী স্বপন, আশরাফুল ইসলাম, আশরাফুল হক বুলু সহ সাংবাদিক, সুধীজন, শিক্ষক, উপস্থিত ছিলেন।