বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কটকা টাওয়ারে ত্রুটি, ১৮ ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

বরগুনা প্রতিনিধি

সুন্দরবনের কটকায় টেলিটকের টাওয়ারে ত্রুটি দেখা দেওয়ার কারণে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া ১৮টি ট্রলারের ২৬০ জন জেলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

১৭ নভেম্বর, শুক্রবার দুপুরে গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড় মিধিলির কারণে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকার করা চার হাজার ট্রলারের বেশিরভাগ সুন্দরবন ও পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে নিরাপদে আশ্রয় নিয়েছে।

তবে, ১৮টি ট্রলারের ২৬০ জন জেলের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। এ কারণে দুশ্চিন্তায় রয়েছেন ওইসব ট্রলারে থাকা জেলেদের পরিবার ও ট্রলার মালিকরা। জেলা প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের কটকায় টেলিটকের টাওয়ারে ত্রুটি দেখা দেওয়ার কারণে জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা।

সুন্দরবনের বাগেরহাটের ডিসট্রিক্ট ফরেস্ট অফিসার (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, দুবলার চরে অনেক জেলেরা আশ্রয় নিয়েছেন। তাদের দেখভাল করছে বন বিভাগ। কটকার টাওয়ারের সমস্যা হওয়ায় অনেক জেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার ও ট্রলার মালিকরা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।