সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
মিরপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাওয়ামোতো ইয়াসুহিরোর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাওয়ামোতো ইয়াসুহিরো তার দেশের ভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এবং জাপানে ভাষা শিক্ষার মাধ্যমে সে দেশে বিভিন্ন কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন।
এ সময়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফী এন্ড এনভাইরনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল কবীর, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন,
প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, জমির উদ্দিন,
প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য মারফত আফ্রিদী, আশরাফুল আলম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।