সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ
কুষ্টিয়ার মিরপুরে মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় প্রতিভা অন্বেষণে পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার ২৪ তম অডিশন সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) সকাল উপজেলার খন্দকবাড়িয়া মারকাজুল কোরআন সুন্নাহ মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাজুল কুরআন সুন্নাহ মাদ্রাসা মাহ তামিম হাফেজ কারি মাওলানা বরকতউল্লাহ আল আযমী।
মাদ্রাসার মতয়াল্লী কারী অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সুফিয়ান।
তালবাড়িয়া সাহেবনগর মাদ্রাসার মুহতামিম ও মিরপুর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা ইয়াকুব আলী, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার জনাব আমজাদ হোসেন,
মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাংবাদিক কুদরতে খোদা সবুজ, রাশেদুজ্জামান, আশরাফুল আলম হীরা প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জাতীয় পর্যায়ে পিএসপি কোরআনের প্রতিযোগিতার ইয়েস কার্ড ধারি হাফেজ নাসরুল্লাহ হাফেজ বাইজিদ বোস্তামী ও মেহেরাব হোসেন কে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এ অডিশন অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তাসনিম আহমেদ। এছাড়াও অনুষ্ঠান শেষে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে স্থান লাভ করায অত্র মাদ্রাসার পাঁচজন ছাত্রকে পুরস্কৃত করা হয়।
এছাড়াও মাদ্রাসার সান্মাষিক পরীক্ষায় কৃতিত্ব দেখানোর কারণে ১৮ জনকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালন করেন হাফেজ মাওলানা সুহাইল আহমেদ শিক্ষা সচিব মিরপুর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ ও হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব।