বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ

কুষ্টিয়ার মিরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কাশেম জোয়ার্দ্দার ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান,

মিরপুর প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন’র নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) হারুন ও রশিদ, জেলা পরিষদের সদস্য ও মিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মিরপুর জোনাল অফিসের এজিএম (ও এন্ড এম) শামীম হুসাইন,

মিরপুর প্রেসক্লাবের সহ সভাপতি জমির উদ্দিন, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক, আলমগীর মন্ডল,

কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য আহসান হাবিব উজ্জল, শেফাদুল ইসলাম চান্নু, আশরাফুল আলম হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা আব্দুল মতিন।

সন্ধ্যায় উপজেলা পরিষদের আয়োজনে শহীদ মিনার চত্বরে নিহত শহীদদের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।