বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:০২ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

পোস্টার ছেঁড়ার অভিযোগ: ইউপি সদস্যকে ‘ঈগল’ সমর্থকদের মারধর

কুষ্টিয়া পোস্ট ডেস্কঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পোস্টোর ছেঁড়ার অভিযোগের ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে মারধর করেছে পটুয়াখালী-৪ আসনের ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থকরা। শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের ঘটনা এটি। 

আহত ইউপি সদস্য আলাউদ্দিন গাজী জানান, সকাল ৭টার দিকে পেয়ারপুর গ্রামে প্রবেশ করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শিবলু গাজী, রহমান গাজীসহ প্রায় ৩০ জন। তারা পোস্টার ছেঁড়ার মিথ্যা অভিযোগ তুলে আমাকে প্রথমে গালমন্দ করে। পরে আমাকে ধরে মারতে থাকে। এতে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি ‘নৌকা’র পক্ষে কাজ করছি বলে হাত পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়।

স্থানীয় আনসার দফাদার, আমির হোসেন, সেকান্দার গাজী, আবদুল হাই গাজীসহ একাধিক ব্যক্তি জানান, আলাউদ্দিন এই ওয়ার্ডের মেম্বর। কিন্তু আমাদের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। এমনকি নৌকার প্রার্থী বিজয়ী হলেও এই মেম্বরের হাত পা কেটে দেবে বলে হুমকি দেন শিবলু গাজী। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈগল প্রতীকের সমর্থক শিবলু গাজী বলেন, আমাকে মোয়াজ্জেম নামে একজন বলেছে মেম্বরে পোস্টার ছিঁড়ছে। তিনি ইউপি সদস্যকে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।