বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

নিজের পোষা সাপের ছোবলে যুবকের মৃত্যু

ঝিনাইদহে নিজের পোষা বিষধর সাপ নিয়ে খেলা করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয়েছে তুফান (৩০) নামে এক যুবকের।

শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে খেলার প্রিয় সাপটির ছোবলেই তার মৃত্যু হয়।

মৃত তুফান হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে।

মৃত তুফানের বড় ভাই আফাঙ্গীর হোসেন জানান, তুফান বিষধর দুধরাজ সাপ নিয়ে খেলা করত। অনেক সময় পকেটে নিয়ে ঘুরতো। হঠাৎ রাতে সেই সাপে ওকে কামড় দেয়। বিষয়টি তুফান কাউকে বলেনি। এরপর যখন অসুস্থ হয়ে পড়ে তখন মাকে ডেকে বিষয়টি বলে। সেসময় আমরা ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে সাপের বিষ নামাতে না পেরে ওই অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তুফান মারা যায়।

হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রা গান, কখনো গানবাজনা আবার সাম্প্রতিক সময়ে সে সাপ নিয়ে খেলা করত। গতকাল রাতে ওই খেলা করা সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।