বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

তিন ইট ভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা

মিরপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার হাউসপুরে অবস্থিত আরএইচআরবি, এমএএসবি এবং এমএএস ইট ভাটায় আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর কাজে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় প্রত্যকে ২ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা জরিমানা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ বলেন, ইট পোড়ানোর কাজে আইন লঙ্ঘন করে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় তিন ইট ভাটা মালিককে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

এ সময়ে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী বায়োকেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, মিরপুর থানার এসআই এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।