বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

রাজশাহীতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধিঃ

সারাদেশের মতো রাজশাহীতেও মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর সাতটি কেন্দ্রে ৯ হাজার ২৫ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও এমবিবিএস ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মু. হাবিবুল্লাহ সরকার বলেন, রাজশাহীর সাত কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ১৩৮ জন। এরমধ্যে ১১৩ জন পরীক্ষায় অংশ নেননি। বাকি ৯ হাজার ২৫ জন পরীক্ষা দিয়েছেন।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে ১ হাজার ৪২১ জন, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ৮৯১ জন, রাজশাহী সরকারি মহিলা কলেজে ১ হাজার ২৩৩ জন, রাজশাহী সরকারি সিটি কলেজে ৯৩১ জন, রাজশাহী কলেজে ১ হাজার ৯৬৭ জন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে ১ হাজার ৩১১ জন এবং রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ২৭১ জন পরীক্ষা দেন।

পরীক্ষা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে রাজশাহী আসেন। কেউ আবাসিক হোটেল, কেউ ছাত্রাবাসে ওঠেন। অনেকে ছিলেন স্বজনদের বাড়িতে। সকাল সাড়ে ৮টার দিকে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে যেতে শুরু করেন। পরীক্ষার কারণে কেন্দ্রগুলোর সামনে যানজট দেখা দেয়। এ সময় ট্রাফিক পুলিশের সদস্যদেরও বেশ তৎপর দেখা যায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সুষ্ঠুভাবেই পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা জালিয়াতির খবর তারা পাননি।

একই কথা বলেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। তিনি বলেন, ‘খুবই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও অঘটন ঘটেনি।’

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।