বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

জনবান্ধব, কর্মী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করুন: পলক

নাটোর প্রতিনিধিঃ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জনবান্ধব, কর্মী বান্ধব জনপ্রতিনিধি নির্বাচন করুন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় কোনো প্রার্থী বা প্রতীক থাকবে না। স্থানীয় নির্বাচনে প্রার্থী হবে জনগণের, যারা সবসময় জনগণের মাঝে ও জনগণের পাশে থাকে, জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে, বিপদ-আপদ ও প্রয়োজনে সবসময় বন্ধু হয়ে জনগণের পাশে থাকবে এবং সুখে-দুঃখে নেতাকর্মীদের পাশে দাঁড়াবে।

১৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ১২টায় সিংড়া সরকারি খাদ্য গোডাউন চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ সিংড়া উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, মন্ত্রী এমপি, চেয়ারম্যান-মেম্বার এই পদগুলো ক্ষণস্থায়ী; আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের স্থায়ী পরিচয়। তাই আমরা যেন সংগঠনকে ভুলে না যাই, আওয়ামী লীগের নেতাকর্মীদের ম‚ল্যায়ন করি। আওয়ামী লীগ একটা পরিবার। আমাদের এই পরিবারের সকল সদস্যদের বিপদ-আপদ ও সুখ-দুঃখে সবসময় আমরা আওয়ামী লীগ পরিবার পাশে থাকবো। ত্যাগী ও দুঃসময়ের কর্মী যেন অবহেলিত না হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

এর আগে প্রতিমন্ত্রী ইউসিসিএ লিমিটেড এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।