বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

শান্ত-মুশফিকের ব্যাটে ভর করে জয়ের পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ

চাপ সামলে শান্ত-মুশফিকের ব্যাটে ভর করে জয়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ। 

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরলেন লিটন কুমার দাস। দিলশান মাদুশানকার বল স্টাম্পে টেনে আনেন তিনি। তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ওয়াইড’ বলে ভরপুর দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারিটি দারুণ ইয়র্কার করলেন প্রামোদ মাদুশান। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। বল জুতায় লাগতেই জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন কুসাল মেন্ডিস। রিপ্লেতে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তখনও রানের খাতা খোলেননি শান্ত।

দিলশান মাদুশানকার শর্ট বল অন সাইডে খেলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে দমান সৌম্য সরকার। কিন্তু আগেই আধাআধি ব্যাট চালিয়ে ফেলায় বল উঠে যায় আকাশে। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ নেন মাহিশ থিকশানা।

প্রামোদ মাদুশানের অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে আসা ডেলিভারি আলসে ভঙ্গিতে ঠেকানোর চেষ্টায় স্টাম্প খোয়ালেন তাওহিদ হৃদয়। স্রেফ ৩ রানে ড্রেসিং রুমের পথ ধরলেন তরুণ ব্যাটসম্যান।

শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দুজন গড়েছিলেন পঞ্চাশ রানের জুটি। সেটিও স্রেফ ৪৭ বলে।

বেশি বড় হওয়ার আগেই নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহর জুটি ভাঙেন লাহিরু কুমারা। শর্ট বলে পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি মাহমুদউল্লাহ। স্কয়ার লেগ সীমানা থেকে অনেকটা দৌড়ে সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন দিলশান মাদুশানকা। ৪ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করেন মাহমুদউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের জুটি। ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।