বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ডিসি চালালেন সাইকেল

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়নের ১১৪ জন গ্রামপুলিশ সদস্যকে (দফাদার ও মহল্লাদার) সাইকেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাদের হাতে সাইকেল তুলে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। এ সময় গ্রামপুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করতে সাইকেল চালান তিনি।

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এসব সাইকেল বিতরণ করা হলো। সাইকেল ছাড়াও পোশাকসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নড়িয়া উপজেলা ছাড়াও জেলার পাঁচটি উপজেলার গ্রামপুলিশ সদস্যদের মাঝে সাইকেল ও পোশাক বিতরণ করা হয়। সারাদেশের মতো শরীয়তপুর জেলায় এ বছরই প্রথমবারের মতো গ্রামপুলিশদের সাইকেল দেওয়া হলো।

গ্রামপুলিশ সদস্যরা তৃণমূল মানুষের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকেন। সাইকেল পেয়ে তাদের কাজের গতি আরও বাড়বে বলে আশা করেন ডিসি পারভেজ হাসান।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।