বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

সাপের কামড়ে দুজনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় চার ঘণ্টার ব্যবধানে সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) মাগুরা সদর উপজেলায় পৃথক দুটি এলাকায় এই ঘটনা ঘটে।

শনিবার (২৮ আগস্ট) সকালে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব হোসেন ও জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের নাহিদ হোসেনকে (১৩) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বাড়ির সামনে সাপে কামড় দেয়। সে ওই গ্রামের জামাল হোসেনের ছেলে।

অপরদিকে, জগদল ইউনিয়নের বেদ আকচি গ্রামের জাকির মোল্ল্যাকে (৫২) রাত পৌনে ৯টার দিকে নিজ শোয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। তিনি ওই গ্রামের মৃত আওয়াল মোল্লার ছেলে।

তাদের প্রথমে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন জানান, দুটি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাপের উপদ্রব বেড়ে গেছে। তাই সকলকে এ বিষয়ে সাবধান থাকতে পরামর্শ দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।