বুধবার, ০৮ মে ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

স্কুলের শহীদ মিনার ভাঙায় গ্রেপ্তার ১


ঠাকুরগাঁও প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি স্কুলের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দরিমান আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হন দরিমান। তিনি পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের বাসিন্দা।


পুলিশ সূত্রে জানা যায়, স্কুলের জমি নিয়ে বিরোধের জের ধরে অভিযুক্ত ব্যক্তি বুধবার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের শহীদ মিনারটি ভাঙচুরের চেষ্টা চালান।

এতে শহীদ মিনারের তিনটি স্তম্ভের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয় এক নারী বাধা দিতে গেলে তাকেও মারধর করেন দরিমান আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, ‘আমি এখানে ব্রিজের কাজ করি। কাজ চলাকালে দেখি বিদ্যালয়টির শহীদ মিনার ভাঙছে এক বয়স্ক ব্যক্তি। পরে আমি পাশের দোকানে গিয়ে বললাম স্কুলের শহীদ মিনারটা একজন ভাঙতেছে।

পরে এক মহিলা এসে বাধা দিলে ওই বয়স্ক ব্যক্তি একটি ছুরি বের করে মহিলাকে আঘাত করে। পরে এলাকার লোকজন একত্রিত হলে ওই ব্যক্তি পালিয়ে যায়।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুমা বলেন, ‘শহীদ মিনার ভাঙচুরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতানসহ পীরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ হতে মামলা করা হয়েছে।’


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, ‘শহীদ মিনার ভাঙচুরের বিষয়টি দুঃখজনক। বিষয়টি জানার সাথে সাথেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।