শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

চুরি হওয়া ৩৭টি ফোনসেট উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো মালিকদের

সাতক্ষীরা প্রতিনিধিঃ

চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। হারানো ফোনসেট ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোমবার (৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সবার হাতে এই ফোনসেট তুলে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার বলেন, আগস্ট মাসে আমরা ৩৭টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছি। পুলিশ অনেক কষ্ট করে বিভিন্ন জেলা থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করে ফোনসেটগুলো উদ্ধার করেছে।

এ সময় তিনি ফোনসেট মালিকদের কাছ থেকে শুনতে চান কেউ এ ব্যাপারে কাউকে টাকাপয়সা দিয়েছেন কিনা। তখন সবাই এক বাক্যে জানান, তাদের কোন টাকা খরচ হয়নি।

ফোনসেট ফিরে পাওয়ায় উপস্থিত সবাই পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।