বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

একসঙ্গে তিন সন্তান প্রসব

জয়পুরহাট প্রতিনিধিঃ

একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন বিলকিস বেগম (৩৫) নামের এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্বাভাবিকভাবে ফুটফুটে ওই তিনটি সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

গৃহবধূ বিলকিস বেগম নওগাঁর ধামুইরহাট উপজেলার বড়থা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

নবজাতক তিনটির বাবা সাইফুল ইসলাম বলেন, তিন সন্তানসহ আমার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছেন। আজ আমার আনন্দের শেষ নেই। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

এদিকে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক মানুষ নবজাতক তিনটি এক নজর দেখতে হাসপাতালে ভিড় করছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, গৃহবধূ বিলকিস বেগমকে এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার দুপুরে ডা. নাছিমা আক্তার নীনা ও নুরুন নাহার নাজনীনের অক্লান্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবেই শিশু তিনটি জন্ম নেয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।