বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের মৃত ডলফিন

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড ফজলুর রহমান। পরে ফজলু কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

ফজলুর রহমান বলেন, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। জোয়ারের স্রোতে ডলফিনটি ভেসে এসে আটকে রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, গত ২দিনে কুয়াকাটা সৈকতে ২টি মৃত শুশুক ও ১টি ইরাবতী ডলফিন ভেসে আসলো।

এর আগেও সমুদ্র সৈকতে প্রায় ২০টির মতো ডলফিন ভেসে এসেছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে কিছু স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে মাটিচাপা দেয়ার ব্যবস্থা করবো।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।