বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ট্রান্সফরমার চুরির সময় দুই চোর বিদ্যুতায়িত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পল্লী বিদ্যুতের চলমান লাইনের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুতায়িত হয়ে দুই চোর গুরুতর আহত হয়েছেন।

বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক চোর পালিয়ে গেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী মাদরা গ্রামে এই ঘটনা ঘটে।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মাসুম আহম্মেদ জানান, মাদরা গ্রামে একটি মাঠ থেকে ১০ কেভিএ ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে পল্লী বিদ্যুতের খুঁটিতে ওঠেন একই গ্রামের শাহিনুর রহমান (২০), জসীম হোসেন (২২) ও মাসুদ রানা (২৪)।

এ সময় বিদ্যুতায়িত হয়ে জসিম ও শাহিন নিচে পড়ে যান। এই অবস্থা দেখে মাসুদ রানা দৌড়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, পল্লী বিদ্যুতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।