শুক্রবার, ১০ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বান্দরবানে পর্যটকবাহী বাসে গুলি, আহত ২

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে পর্যটকবাহী বাসে সন্ত্রাসীদের গুলিতে দুজন আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ১৯ জন পর্যটক ভ্রমণ শেষে ফেরত আসার পথে রাঙ্গামাটি- বান্দরবান সড়কের গলাচিপা নামক স্থানে পৌঁছালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- মূল) সদস‌্যরা বাসটি লক্ষ্য করে ১৪০ থেকে ১৫০ রাউন্ড গুলি ছোড়ে।

এতে য়ইসিংনু মারমা ও মেহাইসিং মারমা নামের দুই নারী আহত হন। বাসটি কিছু দূর এগিয়ে গেলে সবাই বাঙ্গালহালিয়া বাজারে আশ্রয় নেন।

আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বাসের অন‌্য যাত্রীরা আরেকটি গাড়িতে করে বাঙ্গালহালিয়া থেকে রাজস্থলী উপজেলার পোয়াতিমুখ এলাকায় চলে গেছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।