বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

একদিনের ডিসি এসএসসি পরীক্ষার্থী মিথিলা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে একদিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করলো শহরের গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিথিলা সুলতানা মুক্তি। এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা পাশে বসে তাকে সার্বিক সহযোগিতা করেন।

বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছ থেকে দ্বায়িত্ব বুঝে নিয়ে প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালন করে মিথিলা সুলতানা।

দ্বায়িত্ব পেয়ে প্রথমে গোপালগঞ্জে কোভিড-১৯ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় অংশ নেয় মিথিলা। পরে জেলা প্রশাসকের কক্ষে তার জন্য নির্ধারিত আসনে বসে গণশুনানি করে এবং সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনে সিদ্ধান্ত দেয়। এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা তাকে শুনানিতে সহায়তা করেন।

একদিনের জন্য প্রতীকী জেলা প্রশাসকের দ্বায়িত্ব পেয়ে মিথিলা সুলতানা মুক্তি বলে, আমি যদি জেলা প্রশাসক হতে পারি তাহলে আমি চাইবো জেলা প্রশাসন যেন শিশু সুলভ প্রশাসন হয়ে ওঠে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, শিশুরা বড় হয়ে যাতে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য আমরা সবসময় তাদের সহযোগিতা করবো। মিথিলা ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্সের (এনসিটিএফ) গোপালগঞ্জ জেলার শিশু সংসদের সদস্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।