বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

পাটুরিয়ায় ফেরিডুবিঃ ৪ দিনে সব যানবাহন উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ঘটনায় ভেতরে আটকে পড়া পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান মিলে ১৪টি যান এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিসির তালিকা অনুযায়ী সবগুলো যানবাহনই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার দিন একটি মোটরসাইকেল ও চারটি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে পাঁচটি যান, তৃতীয় দিনে তিনটি যানসহ ১২টি যানবাহন উদ্ধার করা হয়। আজকে চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু হয় সকাল ৮টায়। এদিন তিনটি মোটরসাইকেল, একটি কাভার্ডভ্যান এবং শেষ একটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করার পরপরই ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

এর আগে গত বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।