বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ডুবে যাওয়া ফেরি ‘আমানত শাহ্’ উদ্ধার হলো ১৪ দিন পর

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

১৪ দিন পর উদ্ধার করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি ‘আমানত শাহ্’। মঙ্গলবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটিএর যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান।

জানা গেছে, বেসরকারি উদ্ধারকারী সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ প্রায় দুই কোটি টাকার বিনিময়ে উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকৃত ভাসমান ফেরিটি আরো দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। নতুন করে কোনো সমস্যা দেখা না দিলে কর্তৃপক্ষকে ফেরিটি হস্তান্তর করা হবে।

জেনুইন এন্টারপ্রাইজের এমডি বদিউল আলম জানান, ডুবে যাওয়া ফেরি ‘আমানত শাহ্’ উদ্ধারকাজ শেষ হয়েছে। সোমবার থেকে আজ পর্যন্ত ফেরির তলদেশে ১০০টির বেশি ছিদ্র মেরামত করে ভাসানো হয়েছে।

উদ্ধারকাজ মোটামুটি শেষ। আরো দুই দিন পর্যবেক্ষণে রেখে উদ্ধারকাজে ব্যবহৃত সব সামগ্রী এখান থেকে নিয়ে যাওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।