বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

জামাইকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন শ্বশুর

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর মেয়ের জামাই সৈয়দ আবদুল হাদি জিল্লুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আজ চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। কিন্তু এ নির্বাচনকে ঘিরে সিড্যা ইউনিয়নে বেশ কিছুদিন ধরে জনগণের মুখে একটাই কথা যে, জামাই-শ্বশুরের ভোটযুদ্ধ।

কিন্তু সাধারণ মানুষের আশায় গুড়েবালি। গতকাল রোববার সন্ধ্যায় সিড্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আমিন তাঁর অনুসারীদের ডেকে বিগত পাঁচ বছরের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা চেয়ে এবং তাঁর মেয়ের জামাই সাবেক চেয়ারম্যান আমেরিকাপ্রবাসী সৈয়দ আবদুল হাদি জিল্লুর সঙ্গে কাজ করার নির্দেশ দেন। 

এ বিষয় নিয়ে সিড্যা ইউনিয়নের নতুন ভোটার রুহুল আমিন বলেন, ‘জামাই-শ্বশুরের নির্বাচন এ কথা আগে অনেক শুনেছি কিন্তু কোনো দিন দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম এবার মনে হয় আমাদের নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের জমজমাট ভোটের লড়াই দেখতে পারব। শ্বশুরের মহানুভবতায় সে দৃশ্য আর আমাদের দেখা হলো না।’ 

শ্বশুর আলাউদ্দিন আমিন বলেন, ‘আমি বিগত পাঁচ বছর আপনাদের সেবা করার চেষ্টা করেছি, তবে সফলতার মাপকাঠি আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি আবারও চেয়ারম্যান হয়ে আপনাদের সেবা করতে চেয়েছিলাম কিন্তু একদিকে আমার বার্ধক্যজনিত নানা সমসস্যা দেখা দিচ্ছে,

অপরদিকে আমার মেয়ের জামাতা এ ইউনিয়নের প্রার্থী হয়েছে। এ নিয়ে এলাকার মানুষের মধ্যে নানান রকমের কথা বলাবলি শুরু হয়েছে। সে জন্য আমি আমার জামাতাকে সমর্থন দিয়ে এবারের নির্বাচন হতে সরে দাঁড়ালাম।’

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।