বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ফেনীর নির্বাচনী এলাকায় বহিরাগত দেখলেই আটকের নির্দেশ এসপির

নিজস্ব প্রতিবেদকঃ

ফেনীতে নির্বাচনী এলাকায় বহিরাগত দেখলেই আটকের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার দুপুরের দিকে ফেনী শহরের মিজান ময়দানে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের তিনি এ নির্দেশ দেন।

এ সময় এসপি আল মামুন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পুলিশ কাউকে ছাড় দেবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জসীম উদ্দিন বলেন, ফেনী সদর উপজেলার ৬ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, তিন ওয়ার্ডে মেম্বার ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।

বাকি ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, ১২ ইউনিয়নে ১০৫টি সাধারণ ওয়ার্ডে ৪৫৬ জন মেম্বার প্রার্থী ও ৩১টি সংরক্ষিত ওয়ার্ডে ১০১ জন নারী মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার ১২টি ইউনিয়নে ১০২টি কেন্দ্রের নির্ধারিত ৬৩২টি বুথে মোট ভোটার আছেন ২ লাখ ৫৩ হাজার ১৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২১ হাজার ২৭৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮৫০ জন পুলিশ ও ২ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এছাড়া ৪০ সদস্যদের বিজিবির দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।