বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ডাব পাড়াকে কেন্দ্র করে হত্যা, বাবা-ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ডাব পাড়াকে কেন্দ্র করে আবদুল মান্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও গলা টিপে হত্যার ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল। তারা উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির বাসিন্দা।

লক্ষ্মীপুর জেলা জজ ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আবদুল মান্নানের সঙ্গে দণ্ডপ্রাপ্তদের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধীয় জমির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই সোনাপুর গ্রামে আবদুল মান্নানকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিন নিহতের বাবা ইসমাইল জবি উল্যা রায়পুর থানায় ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা করেন।

একই বছরের ২৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।