বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

নিয়োগ পাওয়া সেনা সদস্যের পরিচয় তদন্তে যান ‘ভুয়া’ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার দৌলতখানে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম তানভীর (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহম্মেদের হাট আলিম মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানভীর লালমোহন উপজেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান বলেন, দুপুরের ওই এলাকার সদ্য বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া মো. নোমানের বাড়িতে গিয়ে নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তদন্ত কাজে এসেছেন বলে জানান তানভীর।

এরপর তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেন নোমান। পরে খবর পেয়ে আমরা ওই যুবককে আটক করি। এ সময় তার কাছ থেকে আমরা সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ উদ্ধার করেছি।

আটক যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।