বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

৩৩৩-এ ফোন পেয়ে খাবার পৌঁছে দিলেন ইউএনও

চাঁদপুর প্রতিনিধিঃ

জাতীয় জরুরি সেবা ৩৩৩ নম্বরে কল পেয়ে কর্মহীন হয়ে পড়া চামানুষদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ।

বুধবার (২৮ জুলাই) সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাহায্যপ্রার্থী ১০টি পরিবারে এ খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।

এছাড়াও কঠোর বিধিনিষেধের কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পাঁচজন পথচারীর মাঝেও খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ২ কেজি পেঁয়াজ।

এ বিষয়ে ইউএনও সানজিদা শাহনাজ স্মৃতি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় ৩৩৩ নম্বরে যারা ফোন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই করে প্রত্যন্ত অঞ্চলেও খাবার পৌঁছে দেয়া হচ্ছে। কর্মহীন হয়ে পড়া আরও ২৩৪ পরিবারের ঘরে ঘরে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ৮ নম্বর নবাগাদী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়ত হোসেন বিল্লাল, সহকারী প্রোগ্রামার আইসিটি মোহাম্মদ হারুনুর রশিদসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।