বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

গোয়াল ঘর থেকে নিজ ঘরে বৃদ্ধ বাবা

পিরোজপুর প্রতিনিধিঃ

বৃদ্ধ বাবাকে গোয়াল ঘরে রেখেছিলেন তার দুই ছেলে। ঠাঁই হয়নি নিজ ঘরে। গোয়ালে গরুর সাথে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করে আসছিলেন তিনি। 

খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ বৃদ্ধকে গোয়াল ঘর থেকে উদ্ধার করে। পরে তাকে নিজ বসত ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামের ঘটনা। 

ওই গ্রামের মৃত যাদব চন্দ্র বালার ছেলে বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) সম্প্রতি তার দুই ছেলে তপন বালা (৪৫) ও তাপস বালা (৩৫) বসত ঘরে না রেখে গোয়াল ঘরে রেখেছিলেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম মাসুদুজ্জামান মিলু জানান, দুই সন্তান তাদের বৃদ্ধ অসহায় বাবাকে গোয়াল ঘরে রেখে অমানবিক আচরণ করেছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে উপজেলার ছোটশিংগা গ্রাম থেকে বৃদ্ধ দীনেশ বালাকে (৭০) উদ্ধার করে তার বসত ঘরে থাকার জায়গা করে দেওয়া হয়েছে।

পরে বৃদ্ধ দীনেশ বালার দুই ছেলে তপন বালা ও তাপস বালাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে এমন ঘটনা আর হবে না বলে মুচলেকা নিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান ওসি আজম মাসুদুজ্জামান মিলু।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।