বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

গোবিন্দগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুজিবর্ষের জমিসহ ঘরের দাবিতে গৃহহীন ও ভূমিহীনদের এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ রোডে ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, উপজেলা জাতীয় কৃষক পাটির সভাপতি রবিউল আউয়াল বিএসসি, রিপোর্টাস ফোরামের সভাপতি শাহ আলম সরকার সাজু, রিপোর্টাস ইউনিটির সভাপতি ডিপটি প্রধান, ভূমিহীন আবু তালেব, সোলেমান, সুমি বেগম, মেনেকা বেগম।

এছাড়া সংহতি জানিয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন, উপজেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক আল মোবারক মামুন। মানববন্ধনটি পরিচালনা করেন আশরাফুল ইসলাম সভাপতি গাইবান্ধা জেলা যুবমৈত্রী।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিশ্রুতি গৃহহীন, ভূমিহীনদের মুজিববর্ষের জমিসহ ঘর বরাদ্দের জন্য গত ১৯ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর ১৬০০ ভূমিহীনের আবেদন অবিলম্বে কার্যকর করার জন্য ইউএনও আরিফ হোসেনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য গোবিন্দগঞ্জ উপজেলাকে প্রশাসনিক ভাবে ভূমিহীন মুক্ত ঘোষণার প্রতিবাদে গত ৬ মার্চ ভূমিহীনেরা জমিসহ ঘরের দাবিতে সমাবেশ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।

এর প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ভূমিহীনদের তালিকা চেয়ে বসলে, গত ১৯ মার্চ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এম এ মতিন মোল্লা ১৬০০ ভূমিহীনের তালিকা তার কাছে জমা দেন। জেলা প্রশাসক দ্রুত ওই তালিকা যাচাই-বাছাই করার জন্য ঈদুল ফিতরের পূর্বে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের নিকট পাঠান।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।