বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

আলমডাঙ্গায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের ছোবলে মুক্তাকিনা খাতুন ঐশী (১৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ঐশী আলমডাঙ্গা চরপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ইউপি সদস্য রাশেদুজ্জামান জানান, ঐশী খাতুন হাটখোলা পাঁচলিয়া গ্রামে তার নানার বাড়িতে থাকতেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার সময় ঐশী ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাম হাতে সাপে ছোবল দেয়। এরপর তার পরিবারের লোকজন তাকে কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুঁক করে পরে অবস্থার অবনতি হলে ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মারজান মোনায়েম জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।