বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:১১ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

গ‍্যাস বিস্ফোরণে নিহত এক

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডে জনি ওয়ার্কশপে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গাড়ির গ্রিজার মিস্ত্রি মোঃ সুমন (২৮) শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের (এইচ ডি ইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুমন পটুয়াখালী সদরের গড়িয়া গ্রামের মৃত মোতালেব বয়াতির ছেলে। বর্তমানে পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকায় ভাড়া থাকতো। তার স্ত্রী শাহিনুর বেগম। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে সুমন (এইচ ডি ইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৪৫% দগ্ধ ছিল। এই ঘটনায় আরো একজন মোঃ জনি নামে দগ্ধ ৪০% শতাংশ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডের জনি ওয়ার্কসপে বিদ্যুতের সুইচ দেওয়ার সাথে সাথে গ্যাস লীকেজ থেকে বিস্ফোরণে ওয়ার্কশপে আগুনের ঘটনাটি ঘটে। এতে ওয়ার্কসপের মালিক জনিসহ পথচারী সুমন দগ্ধ হন।আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরের দিকে পথচারী সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।