বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

মুকসুদপুরে স্বতন্ত্র প্রার্থী সহ ৬জন জেল হাজতে

গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ নির্বাচন পরবর্তী সহিংস ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে এসে জেল হাজতে গেলেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. কাবির মিয়া সহ ৬জন।

৪ ফেব্রুয়ারি, রবিবার তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় (জিআর-৩১/২৪)৩২ জন আসামির মধ্যে ২৯ জন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুনের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মো. কাবির মিয়া সহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে দেন এবং বাকিদের জামিন দেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার ড্রাইভারসহ ৩জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে ৩২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।