শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৬ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আব্দুল মজিদ জোয়ার্দ্দারঃ


কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধকমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান (৭২) কে গার্ড অব অনার দেওয়ার পর নিজ গ্রামে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিকেলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পাহাড়পুরে দাফন করা হয়।

সে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের হায়েত আলী খানের ছেলে। পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এএসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম টুকু,

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন,

বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল্লাহ আল মতিন লোটাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।