শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

রাবিতে স্বাধীনতা দিবসের বিশেষ খাবার বর্জন

রাবি প্রতিনিধি:

আবাসিক হলে স্বাধীনতা দিবসের বিশেষ খাবারের সর্বজনীন ব্যবস্থা না রাখায় তা বর্জন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাঈম, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক সমু চাকমা এবং ছাত্র গণমঞ্চের সমন্বয়ক নাসিম সরকার। এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রতি বছর বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন শিক্ষার্থীদের থেকে সকল প্রকার উৎসব ফি আদায় করলেও উৎসবগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কোন প্রকার আগ্রহ নেই। তার ধারাবাহিকতায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসে হল প্রশাসন আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা (৩০ টাকা টোকেনের বিনিময়ে) করলেও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোন খাবারের ব্যবস্থা করনেনি। প্রশাসনের এই বৈষম্যমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সকল শিক্ষার্থীর খাবার নিশ্চিত না করে বৈষম্য তৈরী করায় আমরা স্বাধীনতা দিবসের খাবার বর্জন করছি।” বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, আমরা দেখি অনাবাসীর শিক্ষার্থীদের উৎসব থেকে শুরু করে সকল প্রকার ফ্রি নেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ধরনের উৎসবে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হোক এটা চায় না। এর জন্যই তারা এ ধরণের বৈষম সৃষ্টি করছে। আমরা দেখি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক শিক্ষার্থীদের খাবারে ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করছে না বলে, আমরা এখাবার বর্জন করেছি।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।