শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ পূর্বাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

ঈশ্বরদীতে কোকেনসহ আটক ৩

পাবনার ঈশ্বরদী শহরে ১৮০ গ্রাম কোকেনসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী বাজারের গোপাল মার্কেট এলাকায় থেকে তাদের আটক করা হয়।  

আটক তিন আসামি হলেন- নাটোরের লালপুরের অর্জুনপুরের কুঁজিপুকুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৮), একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৩) ও গোপালপুর গ্রামের তসলিম হোসেনের ছেলে আরিফ হোসেন (৩৫)।

ঈশ্বরদী শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসান বাসীর জানান, গোপন তথ্যে পেয়ে গত ২৭ মার্চ ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পেছনে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ১৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়। যার আনুমানিক দাম ২০ লাখ টাকা।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কোকেনসহ আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথি করার পর ২৮ মার্চ দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।