বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

নারায়ণগঞ্জে বাজার মনিটরিং দুই দোকানিকে জরিমানা

কুষ্টিয়া পোস্ট ডেস্ক

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার পাগলা বাজার ও ফতুল্লা বাজারে,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং এ দুই দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বুধবার (১২ জানুয়ারী) নারায়ণগজ্ঞ জেলার পাগলা ও ফতুল্লা বাজারে এই জরিমানা আদায় করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জান। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়েছে।নিত্য প্রয়োজনীয় মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং অবৈধ ভাবে দধি তৈরি এবং পণ্যের গায়ে মূল্য না থাকার অপরাধে পাগলা নাথ মিষ্টান্ন ভান্ডার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ১৩৭ ধারায় ৩ হাজার টাকা। এবং দৃশ্যমান স্থানে পণ্যের তালিকা মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আল-নূর ট্রেডার্স কে ৩৮ ধারায় ৩ হাজার টাকা মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় কৃষি বিপণন অধিদপ্তর এর প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।