বুধবার, ০৮ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি:
কুষ্টিয়া পোস্ট ডট কমের জন্য সারা দেশে জরুরী ভিত্তিতে বিভাগীয় প্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা career@kushtiapost.com ইমেইল এ সিভি পাঠাতে পারেন।

নাজিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর ভাংচুরের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ঘর ভাংচুর করে খালে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি মেম্বারের বিরুদ্ধে। আর এ ঘটনায় মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীকে মারধর সহ হত্যার হুমকী দিচ্ছেন অভিযুক্ত। এতে ভুক্তভোগী গত কিছু দিন ধরে নিজ ঘরে অবরুদ্ধ রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারী গ্রামে। অভিযুক্ত শওকত হোসেন স্বপন গাজী ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আর ভুক্তভোগী মো. আলী আহম্মেদ গাজী (৬০) একই এলাকার মৃত আবুল হোসেন গাজীর ছেলে।

ভুক্তভোগী জানান, স্বপন গাজীর সাথে গাজী বাড়ির মসজিদ সংলগ্ন ৭৩৬ নম্বর খতিয়ানে সাড়ে ৩ শতাংশ পৈত্রিক জমি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে গত বুধবার (১ নভেম্বর) রাতে প্রতিপক্ষ স্বপন গাজীর নেতৃত্বে ৩০-৩৫ জন লোক নিয়ে ওই জমিতে থাকা ঘর ভাংচুর করে পাশের খালে ফেলে দেন। এ নিয়ে থানায় অভিযোগ দিলে তিনি ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে প্রতিদিন এলাকায় মহড়া দিচ্ছেন। তার ভয়ে বাড়ি থেকে বের হতে পারছি না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে থাকা একটি টিনের ঘর ভাংচুর করে খিছু অংশ পাশের খালে ফেলে দেয়া হয়েছে। আর কিছু অংশ সেখানে রয়েছে।

স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য স্বপন গাজীর সাথে জমি নিয়ে বিরোধের জেরে সেখোনে থাকা ঘর ভেঙ্গে ফেলেছেন সাবেক ওই ইউপি সদস্য।

এ বিষয়ে স্বপন গাজী জানান, প্রতিপক্ষ তার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়েছেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘর ভাংচুরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Crafted with by Softhab Inc © 2021
error: আমাদের এই সাইটের লেখা অনুমতি ছাড়া কপি করা যাবে না।