বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৭ পূর্বাহ্ন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইজন করোনায় এবং ১২ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় দুজন এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪২৬ রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।